পদ্মা সেতুর নাম ‘শেখ হাসিনা পদ্মা সেতু’ করার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছিল। গত ২০ জানুয়ারি ওই রিট করা হয়। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পদ্মা সেতুর নামকরণের দাবিতে মানববন্ধন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
শেখ হাসিনা পদ্মা সেতু বাস্তবায়ন পরিষদ এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের আইনজীবীদের ব্যানারে সোমবার (২০ জুন) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের (বার ভবনের) সামনে এই মানববন্ধন হয়েছে।
মানববন্ধনে আইনজীবীরা বলেন, পদ্মা সেতুর কাজ শুরুর আগেই বিশ্ব ব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থা মুখ ফিরিয়ে নেয়। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণের ঘোষণা দেন। তার একক সিদ্ধান্তে পদ্মা সেতু আজ পূর্ণতা পেয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে এই সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেই হওয়া উচিত। দেশের অধিকাংশ মানুষও চায় পদ্মা সেতু শেখ হাসিনার নামে হোক।