চাঁপাইনবাবগঞ্জে আম কেন্দ্রিক বাণিজ্যের মূল কেন্দ্রবিন্দু কানসাট আম বাজার । প্রতিবছর এই সময়টায় ক্রেতা-বিক্রেতার উপস্থিতি হাট বাজার গুলোতে বেশ সরগরম কিন্তু এবছর চিত্রটা অনেকটাই ভিন্ন । শুধু কানসাট বাজার নয় জেলার সবগুলো আম বাজারে ক্রেতা বিক্রেতার সংখ্যা কমেছে, সেইসঙ্গে আমের দাম ঊর্ধ্বমুখী এবছর । বাগানে আমের ফলন কম হওয়ায় বাজারে আমের দাম মন্দাভাব বিরাজ করছে । বাজারে আমের এক ক্রেতা বলেন এবার আমের দাম এই বাজারে বেশি থাকায় আম ক্রয় করে ঢাকাসহ সারাদেশে বাজার জাত করতে পারছি না। দেখা যাচ্ছে আমাদের কানসাট বাজার এর ঢাকাতে আমের দাম কম। আমের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় খুশি বাগান মালিকরা । তাদের মতে ফলন কম হলেও শেষ পর্যন্ত এর দাম থাকলে ক্ষতি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে। জেলা কৃষি বিভাগের তথ্যমতে এ বছর আম উৎপাদন এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ২৫ হাজার মেট্রিক টন।
আম বানিজ্যের মুল কেন্দ্রবিন্দু কানসাট বাজারে আমের দাম ঊর্ধ্বমুখী
- মোঃ কামাল হোসেন
- আপডেট সময় ০৩:০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- ৪৫৫ বার পড়া হয়েছে