ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে এক্রেডিটেশন বিষয়ে প্রশিক্ষণ শুরু

নববানী নিউজ ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এক্রেডিটেশন বিষয়ে এক প্রশিক্ষণ আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এদিন সকাল ৯টায় আইকিউএসি কনফারেন্স কক্ষে  ÔCompliance of BAC Accreditation Standards & CriteriaÕ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। আইকিউএসি’র পরিচালক প্রফেসর দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. মশিহুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. আবদুর রশিদ সরকার কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে  ÔAccreditation in Higher EducationÕ ও  ÔBAC Accreditation Rules and StandardsÕ শীর্ষক দুটি কারিগরি সেশনে রিসোর্স পারসন হিসেবে বাংলাদেশ এক্রেডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর এস এম কবীর বক্তৃতা দেন। প্রশিক্ষণে  ÔCompliance of BAC Accreditation CriteriaÕ ও  ÔMapping to Assess Preparedness for BAC AccreditationÕ শীর্ষক অপর দুটি কারিগরি সেশনও অনুষ্ঠিত হবে।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন অনুষদ অধিকর্তাসহ বিভাগীয় সভাপতি ও শিক্ষকবৃন্দ অংশ নিচ্ছেন।
জনপ্রিয় সংবাদ

বান্দরবানকে স্মার্ট পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

রাবিতে এক্রেডিটেশন বিষয়ে প্রশিক্ষণ শুরু

আপডেট সময় ০৭:৪৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এক্রেডিটেশন বিষয়ে এক প্রশিক্ষণ আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এদিন সকাল ৯টায় আইকিউএসি কনফারেন্স কক্ষে  ÔCompliance of BAC Accreditation Standards & CriteriaÕ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। আইকিউএসি’র পরিচালক প্রফেসর দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. মশিহুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. আবদুর রশিদ সরকার কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পরে  ÔAccreditation in Higher EducationÕ ও  ÔBAC Accreditation Rules and StandardsÕ শীর্ষক দুটি কারিগরি সেশনে রিসোর্স পারসন হিসেবে বাংলাদেশ এক্রেডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর এস এম কবীর বক্তৃতা দেন। প্রশিক্ষণে  ÔCompliance of BAC Accreditation CriteriaÕ ও  ÔMapping to Assess Preparedness for BAC AccreditationÕ শীর্ষক অপর দুটি কারিগরি সেশনও অনুষ্ঠিত হবে।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন অনুষদ অধিকর্তাসহ বিভাগীয় সভাপতি ও শিক্ষকবৃন্দ অংশ নিচ্ছেন।