ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী চার ঘাটে ফেন্সিডিলসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার ০২

গ্রেফতারকৃত উক্ত আসামীদ্বয়কে আইনগত ব্যবস্থা

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
 র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অদ্য ইং ২৯ ডিসেম্বর ২০২৩ তারিখ সময়-১৬.৩০ ঘটিকায় ঘটনাস্থল রাজশাহী জেলার চারঘাট থানাধীন ঝিকরা  (জোয়াদ্দারপাড়া) গ্রামস্থ জনৈক রজব আলী (৩৮), পিং- মৃত জফু মন্ডল এর বসতবাড়ীর দক্ষিণ দিকে রজব আলীর গাছের বাগান থেকে ফেন্সিডিল-৪৪ বোতল (৪৪০০ মিঃলিঃ), মোটরসাইকেল-০১টি সহ  আসামী ১। মোঃ  শাহিন আলম বোল্টে @ সুজাউদৌল্লা (৩৪), পিতা- মৃত সামছুল হক, ২। মোঃ সামছুল ইসলাম @ শান্ত ইসলাম (২১), পিতা- মোঃ আলম আলী, উভয় সাং- ঝিকরা, থানা- চারঘাট, জেলা- রাজশাহী দ্বয়কে গ্রেফতার করে। উল্লেখ্য যে, ১নং আসামী  মোঃ  শাহিন আলম বোল্টে @ সুজাউদৌল্লা (৩৪), পিতা- মৃত সামছুল হক, সাং- ঝিকরা, থানা- চারঘাট, জেলা- রাজশাহী এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ১।  রাজশাহী জেলার চারঘাট থানার এফআইআর নং-০৭, তারিখ- ১৪ আগস্ট ২০০৮, ধারা- অস্ত্র আইন, ১৮৭৮ এর ১৯ (অ)  এবং ২নং আসামী  মোঃ সামছুল ইসলাম @ শান্ত ইসলাম (২১), পিতা- মোঃ আলম আলী, সাং- ঝিকরা, থানা- চারঘাট, জেলা- রাজশাহী এর বিরুদ্ধে নাটোর জেলার বাগাতিপাড়া থানার নং-০৭/১৪৩, তারিখ- ১২ অক্টোবর, ২০২২; ধারা- ৩৯৩ পেনাল কোড-১৮৬০ বিচারাধীন রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের উক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয়কে অবৈধ মাদকদ্রব্য সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তাহারা জানায় যে, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছিল।
গ্রেফতারকৃত উক্ত আসামীদ্বয়কে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য রাজশাহী জেলার চারঘাট থানায় এজাহার মুলে হস্তান্তর করা হয়েছে।
আপলোডকারীর তথ্য

Daily Naba Bani

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

বান্দরবানকে স্মার্ট পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

রাজশাহী চার ঘাটে ফেন্সিডিলসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার ০২

আপডেট সময় ০৪:৩২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
 র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অদ্য ইং ২৯ ডিসেম্বর ২০২৩ তারিখ সময়-১৬.৩০ ঘটিকায় ঘটনাস্থল রাজশাহী জেলার চারঘাট থানাধীন ঝিকরা  (জোয়াদ্দারপাড়া) গ্রামস্থ জনৈক রজব আলী (৩৮), পিং- মৃত জফু মন্ডল এর বসতবাড়ীর দক্ষিণ দিকে রজব আলীর গাছের বাগান থেকে ফেন্সিডিল-৪৪ বোতল (৪৪০০ মিঃলিঃ), মোটরসাইকেল-০১টি সহ  আসামী ১। মোঃ  শাহিন আলম বোল্টে @ সুজাউদৌল্লা (৩৪), পিতা- মৃত সামছুল হক, ২। মোঃ সামছুল ইসলাম @ শান্ত ইসলাম (২১), পিতা- মোঃ আলম আলী, উভয় সাং- ঝিকরা, থানা- চারঘাট, জেলা- রাজশাহী দ্বয়কে গ্রেফতার করে। উল্লেখ্য যে, ১নং আসামী  মোঃ  শাহিন আলম বোল্টে @ সুজাউদৌল্লা (৩৪), পিতা- মৃত সামছুল হক, সাং- ঝিকরা, থানা- চারঘাট, জেলা- রাজশাহী এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ১।  রাজশাহী জেলার চারঘাট থানার এফআইআর নং-০৭, তারিখ- ১৪ আগস্ট ২০০৮, ধারা- অস্ত্র আইন, ১৮৭৮ এর ১৯ (অ)  এবং ২নং আসামী  মোঃ সামছুল ইসলাম @ শান্ত ইসলাম (২১), পিতা- মোঃ আলম আলী, সাং- ঝিকরা, থানা- চারঘাট, জেলা- রাজশাহী এর বিরুদ্ধে নাটোর জেলার বাগাতিপাড়া থানার নং-০৭/১৪৩, তারিখ- ১২ অক্টোবর, ২০২২; ধারা- ৩৯৩ পেনাল কোড-১৮৬০ বিচারাধীন রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের উক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয়কে অবৈধ মাদকদ্রব্য সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তাহারা জানায় যে, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছিল।
গ্রেফতারকৃত উক্ত আসামীদ্বয়কে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য রাজশাহী জেলার চারঘাট থানায় এজাহার মুলে হস্তান্তর করা হয়েছে।