ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

বইমেলায় আসছে ফারহানা সিনথিয়ার উপন্যাস

ফারহানা সিনথিয়ার উপন্যাস

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে ফারহানা সিনথিয়ার উপন্যাস ‘শরতের শেষ থেকে’। বইটি প্রকাশ করছে অন্যপ্রকাশ।

সামাজিক এ উপন্যাসটির প্রচ্ছদ করেছেন মো. সাদিতউজজামান। বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা।

প্রকাশক জানান, রকমারিতে বইটির প্রি-অর্ডার চলছে। আশা করি উপন্যাসটি সবার ভালো লাগবে।

ফারহানা সিনথিয়ার শৈশব কেটেছে ঢাকায়। এরপর কানাডায়। বইপড়া শুরু অধ্যাপক নানার ব্যক্তিগত সংগ্রহশালায়। সেখানেই ম্যাক্সিম গোর্কির বাংলায় অনূদিত লেখা পড়ে বিদেশি সাহিত্যের সঙ্গে পরিচয়। এপার বাংলার পছন্দের লেখক হুমায়ুন আহমেদ এবং মুহাম্মদ জাফর ইকবাল।

ইংরেজিতে প্রাতিষ্ঠানিক শিক্ষা হলেও বাংলা সাহিত্যের প্রতি অনুরাগ ছিল ছেলেবেলা থেকেই। কানাডা থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতক ডিগ্রি নিয়ে চাকরি করছেন ।

২০২০ বইমেলায় পেন্সিল প্রকাশনীর গল্প সংকলনে ছোটগল্প প্রকাশিত হয়। তার প্রকাশিত গ্রন্থ: আবর্ত (ডিটেকটিভ থ্রিলার), দ্বিতীয় জীবন (ডায়াস্পোরা), কৃষ্ণচূড়ার দিন (সাইকোলজিক্যাল থ্রিলার), শরতের শেষ থেকে (সামাজিক উপন্যাস)।

আপলোডকারীর তথ্য

Daily Naba Bani

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

বান্দরবানকে স্মার্ট পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

বইমেলায় আসছে ফারহানা সিনথিয়ার উপন্যাস

আপডেট সময় ০৪:২৮:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪

অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে ফারহানা সিনথিয়ার উপন্যাস ‘শরতের শেষ থেকে’। বইটি প্রকাশ করছে অন্যপ্রকাশ।

সামাজিক এ উপন্যাসটির প্রচ্ছদ করেছেন মো. সাদিতউজজামান। বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা।

প্রকাশক জানান, রকমারিতে বইটির প্রি-অর্ডার চলছে। আশা করি উপন্যাসটি সবার ভালো লাগবে।

ফারহানা সিনথিয়ার শৈশব কেটেছে ঢাকায়। এরপর কানাডায়। বইপড়া শুরু অধ্যাপক নানার ব্যক্তিগত সংগ্রহশালায়। সেখানেই ম্যাক্সিম গোর্কির বাংলায় অনূদিত লেখা পড়ে বিদেশি সাহিত্যের সঙ্গে পরিচয়। এপার বাংলার পছন্দের লেখক হুমায়ুন আহমেদ এবং মুহাম্মদ জাফর ইকবাল।

ইংরেজিতে প্রাতিষ্ঠানিক শিক্ষা হলেও বাংলা সাহিত্যের প্রতি অনুরাগ ছিল ছেলেবেলা থেকেই। কানাডা থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতক ডিগ্রি নিয়ে চাকরি করছেন ।

২০২০ বইমেলায় পেন্সিল প্রকাশনীর গল্প সংকলনে ছোটগল্প প্রকাশিত হয়। তার প্রকাশিত গ্রন্থ: আবর্ত (ডিটেকটিভ থ্রিলার), দ্বিতীয় জীবন (ডায়াস্পোরা), কৃষ্ণচূড়ার দিন (সাইকোলজিক্যাল থ্রিলার), শরতের শেষ থেকে (সামাজিক উপন্যাস)।