ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইগাতী থানার অভিযানে ভারতীয় পণ্য সহ আটক – ৩

শেরপুর জেলার ঝিনাইগাতীতে ২২/০৮/২৩ তারিখ ভোর ০৬.১৫ মিনিটের সময় ঝিনাইগাতী তামাগাও এলাকা থেকে অটোগাড়ীতে অবৈধভাবে আমদানী করা সাত বস্তা ভারতীয় প্রসাধনী সামগ্রী, ব্যাথা নাশক ক্রীম,চশমা উদ্ধার সহ ০৩ জনকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রবিউল আউয়াল এবং এএসআই হরিপদের নেতৃত্বে থানা পুলিশের একটি দল তাদের আটক করে।

গ্রেফতার কৃতরা হলেন
১। সামছুল হক(৫০) পিতা মৃত আঃ লতিফ সাং গুমড়া ২। সোলাইমান (২৬) পিতা লাল মিয়া ৩। আবু তাহের (২০) পিতা কফিলউদ্দিন উভয় সাং তামাগাও সর্ব থানা ঝিনাইগাতী জেলা শেরপুর।

উদ্ধারকৃত মালামালের মূল্য আনুমানিক সাড়ে চার লাখের উপর।মামলা রুজু করা হয়েছে।
আসামী বিজ্ঞ আদালতে প্রেরন।

আপলোডকারীর তথ্য

Daily Naba Bani

মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক নববাণী পত্রিকার জন্য সকল জেলা উপজেলায় সংবাদ কর্মী আবশ্যকঃ- আগ্রহীরা আজই আবেদন করুন। মেইল: [email protected]
জনপ্রিয় সংবাদ

বান্দরবানকে স্মার্ট পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

ঝিনাইগাতী থানার অভিযানে ভারতীয় পণ্য সহ আটক – ৩

আপডেট সময় ০৯:৪৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩

শেরপুর জেলার ঝিনাইগাতীতে ২২/০৮/২৩ তারিখ ভোর ০৬.১৫ মিনিটের সময় ঝিনাইগাতী তামাগাও এলাকা থেকে অটোগাড়ীতে অবৈধভাবে আমদানী করা সাত বস্তা ভারতীয় প্রসাধনী সামগ্রী, ব্যাথা নাশক ক্রীম,চশমা উদ্ধার সহ ০৩ জনকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রবিউল আউয়াল এবং এএসআই হরিপদের নেতৃত্বে থানা পুলিশের একটি দল তাদের আটক করে।

গ্রেফতার কৃতরা হলেন
১। সামছুল হক(৫০) পিতা মৃত আঃ লতিফ সাং গুমড়া ২। সোলাইমান (২৬) পিতা লাল মিয়া ৩। আবু তাহের (২০) পিতা কফিলউদ্দিন উভয় সাং তামাগাও সর্ব থানা ঝিনাইগাতী জেলা শেরপুর।

উদ্ধারকৃত মালামালের মূল্য আনুমানিক সাড়ে চার লাখের উপর।মামলা রুজু করা হয়েছে।
আসামী বিজ্ঞ আদালতে প্রেরন।