ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
সকালে  মাছটি বিক্রির জন্য রেল বাজার মাছের আড়তের সামনে প্রদর্শন করে রাখে।

গোদাগাড়ী পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পরলো ৪০কেজি ওজনের বাঘাইড় মাছ।

  • ইসারুল ইসলাম।
  • আপডেট সময় ০২:১৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
  • ৪৫২ বার পড়া হয়েছে

ফাইল ছবি

 

২৩ মার্চ বুধবার গোদাগাড়ী পদ্মা নদীতে ধরা পড়েছে ৪০ কেজি ওজনের একটি বাঘাইড়  মাছ । বুধবার সকালে  স্থানীয় পদ্মা পাড়ের বাসিন্দা    বাঘাইড় মাছটি  জালে শিকার করে ।  মাছটি ধরার পর জেলেরা  বিক্রি করার জন্য রেল বাজার   ভাই, ভাই  মৎস্য আড়ত  নামে,  একটি মাছের আড়তে নিয়ে যায়। সেখানে কয়েলদার (বানু মিয়া ) বাঘাইড় মাছটি ক্রেতাদের সামনে ডাকে  ( (অক্সেনে ) তোলে।   স্থানীয় ক্রেতারা  দাম কশা,কশি করার সময়  একপর্যায়ে বাঘাইড় মাছটি   সেলিম নামে স্থানীয় এক মাছের পাইকার প্রতি কেজি  ১০০০ টাকা  টাকা দড়ে  ক্রয় করে। যার মুল্য (৪০০০০) টাকা।

এর আগে সকালে  মাছটি বিক্রির জন্য রেল বাজার মাছের আড়তের সামনে প্রদর্শন করে রাখে। এ সময় উৎসুক মানুষ মাছটি দেখতে ভীড় করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বান্দরবানকে স্মার্ট পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

সকালে  মাছটি বিক্রির জন্য রেল বাজার মাছের আড়তের সামনে প্রদর্শন করে রাখে।

গোদাগাড়ী পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পরলো ৪০কেজি ওজনের বাঘাইড় মাছ।

আপডেট সময় ০২:১৫:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২

 

২৩ মার্চ বুধবার গোদাগাড়ী পদ্মা নদীতে ধরা পড়েছে ৪০ কেজি ওজনের একটি বাঘাইড়  মাছ । বুধবার সকালে  স্থানীয় পদ্মা পাড়ের বাসিন্দা    বাঘাইড় মাছটি  জালে শিকার করে ।  মাছটি ধরার পর জেলেরা  বিক্রি করার জন্য রেল বাজার   ভাই, ভাই  মৎস্য আড়ত  নামে,  একটি মাছের আড়তে নিয়ে যায়। সেখানে কয়েলদার (বানু মিয়া ) বাঘাইড় মাছটি ক্রেতাদের সামনে ডাকে  ( (অক্সেনে ) তোলে।   স্থানীয় ক্রেতারা  দাম কশা,কশি করার সময়  একপর্যায়ে বাঘাইড় মাছটি   সেলিম নামে স্থানীয় এক মাছের পাইকার প্রতি কেজি  ১০০০ টাকা  টাকা দড়ে  ক্রয় করে। যার মুল্য (৪০০০০) টাকা।

এর আগে সকালে  মাছটি বিক্রির জন্য রেল বাজার মাছের আড়তের সামনে প্রদর্শন করে রাখে। এ সময় উৎসুক মানুষ মাছটি দেখতে ভীড় করে।